উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তির দাবি প্রত্যাখ্যান রাশিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। খবর ডেইলি সাবাহর
মস্কোয় এক সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে নিজের পক্ষে আনতে রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতার গল্প বানিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র দিতে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক অবকাঠামো উন্নয়নের জন্যই যুক্তরাষ্ট্র গুজব ছড়িয়েছে।
তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অধিকার রাশিয়ার রয়েছে। এ দেশের সঙ্গে সহযোগিতার দীর্ঘদিনের ঐতিহাসিক শিকড় রয়েছে রাশিয়ার।
রুশ সীমান্তের কাছে স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪ নামে ন্যাটোর বড় আকারের সামরিক মহড়া আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করে জাখারোভা এসব মহড়াকে উসকানিমূলক বলে অভিহিত করেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, পরিস্থিতিকে আরও খারাপ করার লক্ষ্যে এবং সামরিক ঘটনার ঝুঁকি বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ফলে ইউরোপের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনতে পারে।