Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

ইসরাইলি হামলার কারণে ১৯ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ছবি: আল-জাজিরা

গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবার গাজার  স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এর আগে গাজায় ত্রাণ বা মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার কুয়েত মোড়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি ট্যাঙ্ক থেকে ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলা ও গুলি ছোড়া হয়।

বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব ও অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইসরাইলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরাইলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে।

এ সময় তিনি আরও বলেন, গাজায় ইসরাইলের গণহত্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। গাজা ইস্যুতে তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসাও করেছেন।

আরও পড়ুন: 

>>ইসরাইলকে বিচ্ছিন্ন করলেই আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব: ইরান

>>ইসরাইলের বিরুদ্ধে শুক্রবার রায় দেবে আইসিজে

>>যে কারণে যুদ্ধ থামাতে চাইছেন না নেতানিয়াহু

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম