
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৪:০২ এএম
নওয়াজের ‘প্রতিহিংসার রাজনীতি’ পাকিস্তানের জন্য মারাত্মক ক্ষতিকর: বিলাওয়াল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা নওয়াজ শরীফ যদি আবারও ক্ষমতায় আসেন, তবে তার ‘প্রতিহিংসার রাজনীতি’ দেশ ও দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) পাঞ্জাবের স্যাটেলাইট টাউনে একটি হকি স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর ডনের।
এ সময় তিনি বলেন, যেসব প্রবীণ রাজনীতিবিদ প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করা ছাড়া জনগণের জন্য কিছু করেননি। তাদের অন্যায্য কর্মকাণ্ডের কারণে বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে পাকিস্তান।
ক্ষমতায় এলে দেশ থেকে সব অন্যায্য কর্মকাণ্ড নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বিলাওয়াল সমাবেশে আগত মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘তিন মেয়াদে থেকেও নওয়াজ শরিফ জনগণের সেবা করেননি। চতুর্থ মেয়াদে তিনি আর কী করবেন?’
বিলাওয়াল দাবি করেন, নওয়াজের দল সব সময়ই জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর এসব প্রতিশ্রুতি পূরণ না করে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। তিনি বলেন, ‘জনগণের ভোটে পিপিপিকে নির্বাচিত হতে হবে, যেন আবারও জনগণ, কৃষক, শ্রমিক, তরুণ ও নিপীড়িতদের শাসন প্রতিষ্ঠিত হতে পারে।’