Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৮৯

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৮৯

সম্প্রতি দিনগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড় ও তুষারপাতে ব্যাপক প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, এই আবহাওয়া আরও কিছুদিন ধরে চলবে।

তুষারপাত, বৃষ্টি ও ভারি বর্ষণে গত সপ্তাহে ৮৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

তাছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি রাজ্য থেকে এসেছে মৃত্যুর খবর।

গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে ছিল প্রচণ্ড শীত। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তর উষ্ণ রাখতে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হয়।

কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও। গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম