Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চায় বিশ্ব: বরিস জনসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চায় বিশ্ব: বরিস জনসন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চায় বিশ্ব। খবর দ্য গার্ডিয়ানের

যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইলে সাপ্তাহিক কলামে সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেছেন, ট্রাম্প যদি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে জয় এনে দিতে পারে তাহলে তার নতুন নেতৃত্ব বিশ্বের জন্য কল্যাণকর হবে।

জনসন লিখেছেন, ট্রাম্প ইউক্রেনীয়দের সঙ্গে প্রতারণা করবেন না, তিনি পুতিনের সঙ্গেও কোনো চুক্তি করবেন না। ট্রাম্পের অধীনে পশ্চিমা দেশগুলো আরও শক্তিশালী হবে এবং বিশ্ব আরও স্থিতিশীল হবে।

ন্যাটোর প্রকাশ্য সমালোচক ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন।

এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চ্যানেল ফোর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আমন্ত্রণ জানান।

জেলেনস্কি বলেন, আপনি (ট্রাম্প) যদি ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ থামাতে পারেন তাহলে কিয়েভে চলে আসুন। আমি এখানেই আছি।

প্রসঙ্গত, ডেইলি মেইলে বছরে ১০ লাখ পাউন্ড বেতনে চাকরি করছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম