Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধে মোড় নেবে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম

ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধে মোড় নেবে?

পাকিস্তান ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ভেতরে ‘জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি’ লক্ষ্য করে বুধবার ইরান যেভাবে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, সেটিতে অনেকেই বেশ ‘বিস্মিত’ হয়েছেন। বৃহস্পতিবার এর পাল্টা হামলাও চালিয়েছে পাকিস্তান।  

এদিকে এই দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশকে আপাতদৃষ্টিতে থেকে পরস্পরের ‘ভ্রাতৃপ্রতিম ও বন্ধু’ বলেই মনে হয়। বিষয়টি আসলে পুরোপুরি সে রকমও নয়। পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময় একটা চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে গেছে। যদিও ২০২১ সাল থেকে এই সম্পর্ক অনেকটাই স্থিতিশীল।

আরও পড়ুন: কেন ইরাক সিরিয়া ও পাকিস্তানে হামলা চালাল ইরান?

পাকিস্তান ও ইরানের মধ্যে ঐতিহাসিক কিছু বিরোধ রয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে ধর্ম। ইরান মূলত একটি শিয়াপন্থি রাষ্ট্র। 

অন্যদিকে পাকিস্তান হচ্ছে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বিভিন্ন সময় শিয়া-সুন্নির উত্তেজনাকে কেন্দ্র করে নানা হত্যাকাণ্ডও হয়েছে।

পাকিস্তানের সাবেক কূটনীতিক ও পর্যবেক্ষকরা মনে করেন, সীমান্তে জঙ্গি-কার্যক্রমের যে সমস্যা আছে সেটি দুই দেশ একত্রে কাজ করে দূর করতে পারে। কোনো একটি পক্ষ থেকে একতরফা কাজ করে এ সমস্যার সমাধান করা যাবে না।

ইরানের সঙ্গে সম্পর্কের যাতে অবনতি না হয় সেটিকে দৃষ্টি দেওয়ার কথা বলছেন পাকিস্তানের পর্যবেক্ষকরা। তারা মনে করেন, সীমান্ত সমস্যা নিয়ে ইরানকে ভারতের কাতারে ফেলা ঠিক হবে না।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ আহমাদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে। জবাব দেওয়ার মাধ্যমে পাকিস্তান প্রমাণ করেছে যে তারা এটা করতে চায় না, তবে চাইলে তারা করতে পারে।

আইজাজ আহমাদ চৌধুরী বলেন, ভারত এবং আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত ভালো নয়। সে জন্য পাকিস্তানের উচিত হবে না আরেকটি সীমান্তে বিবাদ তৈরি করা। 

তিনি মনে করেন, পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় সে জন্য দুই দেশের উচিত হবে পরিপক্বভাবে এ সমস্যার সমাধান করা।

পাকিস্তানের ডন পত্রিকায় এক সম্পাদকীয়তে বলা হয়েছে, অনেক বিদেশি শক্তি দেখতে চায়, পাকিস্তান এবং ইরানের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি স্থায়ীভাবে ভেঙে যাক।

সূত্র: বিবিসি
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম