Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে পিকনিক করতে গিয়ে বোট উল্টে নিহত ১৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:০১ এএম

ভারতে পিকনিক করতে গিয়ে বোট উল্টে নিহত ১৬

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের ভদোদরায় স্কুলের পিকনিকের বোট উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক এবং বাকি ১৪ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার বিকালে ভদোদরায় হার্নি লেকে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৪ শিক্ষক-শিক্ষার্থী ছিল। 

গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, চোরকে ঝুলিয়ে নিয়ে গেলেন যাত্রীরা!

৩৪ জনের মধ্যে ৮ জনকে জীবিত এবং ১৬ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। অতিরিক্ত যাত্রী থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইরান-পাকিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে নামেন। বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড, দুর্যোগ মোকাবিলা টিমকে। তারা উদ্ধারকাজে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। এখনো কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে।

ভদোদরার প্রধান ফায়ার অফিসার পার্থ ব্রহ্মভাট জানান, একটি বোটে করে স্কুলের বাচ্চারা পিকনিক করতে এসেছিলেন। বিকালের দিকে হঠাৎ করে সেই বোটটি উল্টে যায়। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করেন। উদ্ধারকাজ চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম