নওয়াজ শরিফকে চতুর্থবার প্রধানমন্ত্রী হতে দেবেন না বিলাওয়াল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে কটাক্ষ করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, কোন সুখে একজন ব্যক্তিকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা উচিত?
বুধবার এক নির্বাচনী প্রচারণায় নওয়াজকে উদ্দেশ করে তিনি বলেন, সিংহ মানুষের রক্ত চুষছে, আমরা তাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে দেব না এবং তার পথ বন্ধ করে দেব।
সিন্ধের বাদিনে অনুষ্ঠিত ওই জনসভায় বিলাওয়াল আরও বলেন, একজন ভদ্রলোক চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চান, অথচ তার কোনো ইশতেহার নেই, কোনো আদর্শ নেই। তিনি প্রচারণা চালাচ্ছেন না, ভোট চাইছেন না। আসলে তিনি ষড়যন্ত্রের শক্তিতে বিশ্বাসী।
বেনজির ভুট্টোর ছেলের মতে, ওই লোক চেয়ারের জন্য যে রাজনীতি করছেন তা ঘৃণা ও বিভাজনের। তিনি চেয়ারের জন্য পাকিস্তান এবং জনগণের ক্ষতি করছেন। আসলে তিনি জনগণের জন্য চিন্তিত নন বরং চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে চিন্তা করছেন। যখনই এই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হয়েছে, পাকিস্তানের জনগণ এবং দরিদ্রদের ক্ষতি করা হয়েছে।
বিলাওয়ালের দাবি, পিপিপি ৮ ফেব্রুয়ারি জনগণের সরকার গঠনের জন্য সারা দেশে সংগ্রাম করছে, তারা চায় দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক।
জিয়ো নিউজ উর্দূ