Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-পাকিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম

ইরান-পাকিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে তথাকথিত একটি জঙ্গি ঘাঁটিতে মঙ্গলবার হামলা চালায় ইরান। এতে নিহত হন অন্তত চারজন। জবাবে বৃহস্পতিবার সকালে ইরানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে এবার মুখ খুলেছে ভারত। 

ইরান-পাকিস্তানের মধ্যকার এ দ্বন্দ্বে বেশ সতর্ক অবস্থান নিল ভারত। তারা বলছে, এটি দুই প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়।

এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার বিষয়। তবে ভারত সন্ত্রাসবাদের প্রতি সবসময়ই আপসহীন  ও শূন্য সহনশীলতার নীতি রাখে। দেশগুলো তাদের আত্মরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেয়  আমরা তা বুঝতে পারি।

এর আগে মঙ্গলবার ইরান-সীমান্তবর্তী পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পঞ্জগুরে ক্ষেপণাস্ত্র জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ‘সদরদপ্তরে’ হামলা চালায় তেহরান। এতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন।

এ ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সেই সঙ্গে তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দেয় ইসলামাবাদ। 

পরে বৃহস্পতিবার সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশের একটি সীমান্তবর্তী গ্রামে হামলা চালায় পাকিস্তান। এতে চার শিশু এবং তিন নারীসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।

এই হামলার পর তেহরানে নিযুক্ত পাকিস্তানি চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন:

>>পাল্টা হামলার পর ইরানকে সতর্ক করল পাকিস্তান

>>এবার পাকিস্তানি কূটনীতিককে তলব করল ইরান

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম