‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে একীভূত হওয়া আর সম্ভব নয়’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর একীভূত হওয়া সম্ভব নয়। দক্ষিণ কোরিয়াকে ‘প্রাথমিক শত্রু’ হিসেবে গণ্য করে সংবিধান পরিবর্তনের কথা বলেন এই নেতা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ আজ মঙ্গলবার কিম জং উনের এ ভাষণ প্রকাশ করেছে।
দেশের পার্লামেন্টে দেওয়া ভাষণে কিম জং উন আরও বলেন, সংবিধান সংশোধন করে দক্ষিণ কোরিয়াকে ‘বৈরী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করবে তার দেশ। এ নেতা আরো বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধ চেপে বসলে সেটা এড়ানোর মনমানসিকতা আমাদের নেই।
তার এ বক্তব্যের পর উত্তর কোরিয়ায় গতকাল সোমবার বেশ কয়েকটি সরকারি সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব সংস্থা দুই কোরিয়ার পুনরেকত্রীকরণের কাজে যুক্ত ছিল।
সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বা উত্তর কোরিয়ার পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, কার্যক্রম গুটিয়ে নেওয়া তিনটি সরকারি সংস্থা হলো কমিটি ফর দ্য পিসফুল রিউনিফিকেশন অব দ্য কান্ট্রি, দ্য ন্যাশনাল ইকোনমিক কো-অপারেশন ব্যুরো এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন। তিনটি সংস্থা দুই কোরিয়াকে এক করার কাজে যুক্ত ছিল।
সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। এসব পরীক্ষার ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের সম্পর্ক বেশ শীতল হয়ে উঠেছে। এর মধ্যে কিম জং উন দুই কোরিয়ার পুনরেকত্রীকরণে যুক্ত সরকারি সংস্থার কার্যক্রম বন্ধের কথা জানালেন।
এদিকে ‘বৈরী রাষ্ট্র’ হিসেবে তার দেশকে চিহ্নিত করায় আজ পিয়ংইয়ংয়ের সমালোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার ‘দেশবিরোধী ও ঐতিহাসিক’ চরিত্র প্রকাশ পেয়েছে।
এর আগে গতকাল সোমবার উত্তর কোরিয়া জানায়, তারা হাইপারসনিক ওয়ারহেডযুক্ত সলিড-জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কয়েক সপ্তাহ আগে আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুয়াসং-১৮-এর পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
এ পরিস্থিতিতে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া জোরদার করেছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার জবাবে ভবিষ্যতের আগ্রাসনের প্রস্তুতি এসব সামরিক মহড়া।
সূত্র: আলজাজিরা।