পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জ। যা বিশ্বের অত্যন্ত আশ্চর্যজনক স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে। আসলে এখানে একবার গেলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে চলে এসেছেন। মানুষের জন্য সোকোত্রা দ্বীপপুঞ্জ নিরাপদ। যদিও এখানে বসবাস করা সব প্রাণী খানিকটা অদ্ভুত। এনডিটিভি।
এখানকার সবচেয়ে অনন্য গাছ হলো ড্রাগনস ব্লাড ট্রি। এ গাছের পাতা ও ডালপালা ওপর দিকে থাকে। গাছগুলো দেখে মনে হবে যেন উলটানো ছাতা।
এটাও আশ্চর্যজনক যে, এই গাছের গুঁড়ি থেকে লাল রক্তের মতো পদার্থ নির্গত হয়। এই কারণেই গাছটির এরকম নামকরণ করা হয়েছে। এক সময় এই দ্বীপপুঞ্জেই শুধু বটল ট্রি দেখা যেত।