Logo
Logo
×

আন্তর্জাতিক

তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন, পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন, পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা উইলিয়াম লাই চিং তে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

শনিবার এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ শুভেচ্ছা জানান। 

এতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গভীর করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশটির সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক গভীর করার প্রত্যাশা রাখেন। 

প্রসঙ্গত, শনিবার সকাল থেকে তাইওয়ানে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত চলে। এ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন ডিপিপি আবারও জয়ী হয়েছে। এ নিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলো দলটি। দলের প্রার্থী লাই চিং তে ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন। চীন তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিল। 

লাই বর্তমানে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির প্রধান বিরোধী দল কুয়োমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী হু যু-ই এবং নবীন দল তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) প্রার্থী রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 

তাইওয়ানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করেছে। এতে লাই ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন।

তাইওয়ানের নির্বাচন ঘিরে সরব ছিল চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের দিনও তাদের ভূখণ্ডে বেলুন উড়িয়েছে বেইজিং। 

তাইওয়ান নিজেকে স্বায়ত্তশাসিত বললেও চীন দাবি করে, ভূখণ্ডটি তাদেরই অংশ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে চীন বলেছিল— এটি ‘শান্তি অথবা যুদ্ধের’ নির্বাচন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম