Logo
Logo
×

আন্তর্জাতিক

আকাশে ককপিটের জানালায় ফাটল, অতঃপর...

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২৬ এএম

আকাশে ককপিটের জানালায় ফাটল, অতঃপর...

ফাইল ছবি

জাপানের তোয়ামা বিমানবন্দরের উদ্দেশে একটি আন্তঃদেশীয় ফ্লাইট ৫৯ যাত্রী ও ছয় ক্রু নিয়ে যাত্রা শুরু করে। সব কিছু ঠিক থাকলেও মাঝ আকাশে গিয়ে তৈরি হলো সমস্যা। 

নিপ্পন এয়ারওয়েজের ওই বিমানের ককপিটের জানালায় একটি ফাটল দেখা দেয়। পরে বিমানটি ছেড়ে যাওয়া বিমানবন্দরেই দ্রুত অবতরণ করা হয়। 

শনিবার জাপানে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়, অল নিপ্পন এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ বিমানের মিডএয়ারের ককপিটের জানালায় একটি ফাটল পাওয়া যায়। পরে সেটি ছেড়ে যাওয়া বিমানবন্দরে ফিরে আসে।

জানা গেছে, ফ্লাইট ১১৮২ তোয়ামা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু ককপিটের চারপাশের জানালার চারটি স্তরের বাইরের অংশে ফাটল দেখতে পাওয়ার পর সাপ্পোরো-নিউ চিটোস বিমানবন্দরে ফিরে আসে। 
এয়ারলাইনের মুখপাত্র জানান, ৫৯ যাত্রী ও ছয় ক্রুর সবাই নিরাপদে আছেন।

বিমানটি বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৯ বিমানগুলোর অংশ না জানিয়ে সংস্থাটি বলেছে, ফাটলটি এমন কিছু ছিল না, যা ফ্লাইটের নিয়ন্ত্রণ বা চাপকে প্রভাবিত করে। 

এদিকে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক শুক্রবার নতুন নিরাপত্তা পরীক্ষার জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের অনির্দিষ্টকালের জন্য উড্ডয়ন নিষিদ্ধ করেছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম