Logo
Logo
×

আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ এএম

হজযাত্রীদের জন্য ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনা

হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব। লোহিত সাগরের তীরে অবস্থিত শহর জেদ্দা এবং পবিত্র নগরি মক্কায় হাজিদের পরিবহনের জন্য এ সেবা চালু করা হবে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এই উড়ন্ত ট্যাক্সি জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহন করবে। 
 
এ পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।

সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-কে বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইভিটিওএল এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।

তবে ঠিক কবে থেকে এ পরিষেবা চালু হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম