Logo
Logo
×

আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে আটক ৩৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে আটক ৩৩

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩৩ জনকে আটক করেছে তুরস্ক। এমন আরও ১৩ জনকে পুলিশ খুঁজছে বলে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে। 

খবরে বলা হয়, পুলিশ একসঙ্গে আটটি প্রদেশের ৫৭টি স্থানে অভিযান চালায়। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় যে সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করেছে সেটির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইস্তাম্বুলের বাইরের একটি কনসালটিং কোম্পানির পরিচয়ে সন্দেহভাজনরা তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের তথ্য দিয়েছে মোসাদকে। বিনিময়ে তারা অর্থ গ্রহণ করেছে।

এই অভিযোগের বিষয়ে ইসরাইলের প্রতিক্রিয়া জানা যায়নি।

কোনো সূত্র উদ্ধৃত না করে আনাদোলু বলেছে, আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনরা তুরস্কে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিত, নজরদারি, হামলা ও অপহরণের ষড়যন্ত্র করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম