Logo
Logo
×

আন্তর্জাতিক

এখনো আশাবাদী জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

এখনো আশাবাদী জেলেনস্কি

২২ মাস ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এক শীত শেষে আরেক শীতে গড়িয়েছে সংঘাত। এতে বলিষ্ঠ ভূমিকা রাখায় বৃহস্পতিবার এক কনফারেন্সে ইউক্রেনীয় সেনাদের ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আনাদোলু এজেন্সির।

জেলেনস্কি বলেন, খার্কিভ, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধরত সামনের সারির যোদ্ধাদের কাছ থেকে প্রতিদিনই আমরা খবর পাচ্ছি। সেনাবাহিনীর বলিষ্ট ভূমিকার কারণেই আমরা মাঠে টিকে আছি।

এর আগে জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে দুই ইউক্রেনীয় নিহত ও তিনজন আহত হন এবং খেরসন অঞ্চলে দুইজন আহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিকিউরিটি সার্ভিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেশীয় শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এখনো ইউক্রেন যুদ্ধে বিজয়ের আশা হারাননি প্রেসিডেন্ট জেলেনস্কি। কনফারেন্সে তিনি বলেন, সেনাবাহিনীর অদম্য প্রচেষ্টায় বিশ্ব দরবারে আমরা ইউক্রেনের শক্তি ও সামর্থ্যের প্রমাণ রাখবো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম