Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধের প্রস্তুতি জোরদারের আহ্বান উত্তর কোরীয় নেতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

যুদ্ধের প্রস্তুতি জোরদারের আহ্বান উত্তর কোরীয় নেতার

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের পরমাণু কর্মসূচি ও যুদ্ধের প্রস্তুতি ‘বেগবান’ করার আহ্বান জানিয়েছেন। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উসকানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে কিম সতর্ক করার মাত্র এক সপ্তাহ পর কিম তার রাজনৈতিক দলকে এই আহ্বান জানান।  

এ বছরের একেবারে শেষ নাগাদ দলের চলমান বৈঠকে কিম এ কথা বলেন। চলতি বৈঠকে তিনি ২০২৪ সালের জন্য নীতিগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে কিম তার দলকে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করতে বলেছেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘নজিরবিহীন’ উত্তর কোরিয়া বিরোধী সংঘাতের কারণে কোরীয় উপদ্বীপে সামরিক পরিস্থিতি চরম হয়ে উঠছে।

এ সপ্তাহের শুরুতে কিম ২০২৩ সালকে ‘বড় ধরনের ঘুরে দাঁড়ানোর এবং বড় পরিবর্তনের বছর’ হিসেবে আখ্যায়িত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম