Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্ষমতায় আসতে যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচার শুরু করল বিলাওয়ালের পিপিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

ক্ষমতায় আসতে যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচার শুরু করল বিলাওয়ালের পিপিপি

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি নির্বাচনের জন্য তার দলের প্রচারাভিযান শুরু করেছেন। কল্যাণমূলক পরিকল্পনার ওপর জোর দিয়ে একটি ১০ দফা ইশতিহার ঘোষণা করেছেন।

বুধবার তিনি তার মা বেনজির ভুট্টোর ১৬তম মৃত্যুবার্ষিকীর একটি সমাবেশে ভাষণে এসব ঘোষণা করেন। 

জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয় এমন নীতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিলাওয়াল ১০ দফা এজেন্ডা ঘোষণা করেছেন। তার দল আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় নির্বাচিত হলে এগুলো প্রয়োগ করবে।

বড় ধরনের নীতি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া ছাড়াও পিপিপিপ্রধান কোনো নাম না নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর বিরুদ্ধে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিলাওয়াল বলেন, এমন কিছু লোক রয়েছেন, যারা আসন্ন নির্বাচনের জন্য অন্যদের ওপর নির্ভর করছেন। একইভাবে তারা অতীতেও এমন কাজ করেছিলেন।

চ্যালেঞ্জ নির্বিশেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তার সংকল্প পুনর্ব্যক্ত করে পিপিপি চেয়ারম্যান বলেন, তিনি লাহোরে তার রাজনৈতিক প্রতিপক্ষের মুখোমুখি হবেন।

তিনি বলেন, আমি আমার দলকে বলেছিলাম যে, আমি লাহোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। দেখা যাক কী হয়।

তিনি আরও বলেন, আমরা যে ১৬ মাস সরকারে ছিলাম, এটুকু বুঝেছি তাদের থেকে আমাদের পথ ভিন্ন। 

পিপিপি প্রধান নির্বাচনে লাহোরে তাদের বিরোধীদের ভোটের মধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম