Logo
Logo
×

আন্তর্জাতিক

১০০ বছর পর বড়দিনে ‘বড়দিন’ ইউক্রেনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ পিএম

১০০ বছর পর বড়দিনে ‘বড়দিন’ ইউক্রেনে

ঐতিহ্যবাহী ডোনাট হাতে হেঁটে যাচ্ছেন এক নারী। পেছনে বাহারি সাজে শিশুসহ অন্যরা। বড়দিন উপলক্ষ্যে রোববার ‘ক্রিসমাস ইভ’ উদযাপনে অংশ নিতে যাচ্ছেন ইউক্রেনের লভিভের বাসিন্দারা। 

বড়দিনের আগের সন্ধ্যা অথবা পুরো দিনটিকেই ক্রিসমাস ইভ বলা হয়ে থাকে। ইউক্রেনে ১৯১৭ সালের পর প্রথমবারের মতো বড়দিনের তারিখ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটিতে এবার ৭ জানুয়ারির পরিবর্তে বড়দিন উদযাপিত হবে ২৫ ডিসেম্বর।

দেশটিতে মস্কোর প্রভাব নির্মূল করার সর্বশেষ প্রচেষ্টা হিসাবে ইউক্রেন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাধারণত রীতি অনুযায়ী, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে বড়দিন পালন করে থাকে ইউক্রেনীয়রা। 

এই দিনে ইউক্রেনের সঙ্গে রাশিয়াও বড়দিন পালন করে। দেশটির সঙ্গে সাংস্কৃতিক এ মিল থাকায় চলতি বছর জুলিয়ান ক্যালেন্ডারের তারিখের পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ ব্যবহার করে বড়দিন পালন করতে যাচ্ছে ইউক্রেন। 

গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত পশ্চিমারা ব্যবহার করে থাকে। পশ্চিমাদের সঙ্গে মিল রেখে ইউক্রেনের বড়দিন উদযাপনকে ইউরোপের সঙ্গে কিয়েভের এক সারিতে দাঁড়াবার ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এএফপি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম