Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের চালানো হামলাকে ‘হৃদয়বিদারক’ বললেন বাইডেন 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

হামাসের চালানো হামলাকে ‘হৃদয়বিদারক’ বললেন বাইডেন 

ফাইল ছবি

গত ৭ অক্টোবর হামাসের চালানো হামলায় গ্যাড হাগাই নামে এক মার্কিন নিহত হয়েছেন। এ খবর শোনার পর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি এ কথা বলেন।

হাগাই ইসরাইলি বংশোদ্ভূত আমেরিকান। তার বয়স ৭৩ বছর। প্রথমে মনে করা হয়েছিল, হামলার পর হামাস স্ত্রীসহ তাকে জিম্মি করেছে।

আরও পড়ুন: গাজা ইস্যুতে যুদ্ধবিরতি বাদ, যে প্রস্তাব পাশ হলো জাতিসংঘে

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলায় মার্কিন নাগরিক গ্যাড হাগাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর শুনে আমি ও জিল বাইডেন মর্মাহত। আমরা গ্যাড হাগাইয়ের স্ত্রী জুডিথ ওয়েনস্টেইন যাতে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য প্রার্থনা করছি।

ইসরাইলি গণমাধ্যম হারেৎজের খবর অনুসারে, হাগাইয়ের স্ত্রী জুডিথকে গাজায় এখনো জিম্মি করে রাখা হয়েছে।

বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমরা হাগাইয়ের চার সন্তান, সাত নাতি-নাতনি ও অন্য প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তবর্তী শহর কিববুতজিমে ও একটি সংগীত উৎসবে হামলা চালায় হামাস। ইসরাইলের হিসাব অনুসারে, এতে ১ হাজার ২০০ জন নিহত হন।

২৪০ জনকে গাজায় জিম্মি করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় ইসরাইলের হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম