Logo
Logo
×

আন্তর্জাতিক

ই-মেইলের যুগে হাতেলেখা পদত্যাগপত্র! অতঃপর...

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

ই-মেইলের যুগে হাতেলেখা পদত্যাগপত্র! অতঃপর...

ভারতের একটি কোম্পানির শীর্ষ এক কর্মকর্তার হাতেলেখা দুই প্যারার একটি পদত্যাগপত্র ইন্টারনেটে ভাইরাল হয়েছে। পেইন্ট নির্মাতা প্রতিষ্ঠান মিতশি ইন্ডিয়ার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রিঙ্কু প্যাটেল গত ১৫ ডিসেম্বর ম্যানেজিং ডিরেক্টর বরাবর চিঠিটি জমা দিয়েছেন।

বর্তমানে সাধারণত ই-মেইলে বা এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করা পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে থাকে। তবে তার লেখা ওই পদত্যাগপত্রে কোনো নিয়মই মানা হয়নি। এটি দেখলে সহজেই বোঝা যায়, কোনো শিশুর নোটবুকের একটি পৃষ্ঠা ছিঁড়ে তাতে লেখা হয়েছে। 

ওই পদত্যাগপত্রে লেখা ছিল, সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি আমার ব্যক্তিগত কারণে অবিলম্বে সিএফওর পদ থেকে পদত্যাগ করছি। আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করা অত্যন্ত আনন্দের এবং চমৎকার অভিজ্ঞতা ছিল।

বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে চিঠিটি শেয়ার করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিতশি ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, রিঙ্কু নিকেত প্যাটেল ব্যক্তিগত কারণে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসারের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম