পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাইফার মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকেও জামিন দিয়েছেন আদালত। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এই দুই শীর্ষ নেতাকে ১০ লাখ রুপি জামানত জমা দেওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার পিটিআই পিটিশনের শুনানির পর বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ যুগান্তকারী বায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আতহার মিনাল্লাহ এবং সৈয়দ মনসুর আলী শাহ।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে গত আগস্ট থেকে কারাবন্দি। এরই মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা একটি মামলায় দোষী সাব্যস্ত করে।ওই মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করা হয়। অবশ্য, একই মাসে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সাবেক এই প্রধানমন্ত্রীর তিন বছরের সাজা স্থগিত করেন। তবে তিনি এখনও অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন।