গাজায় ইসরাইলি হামলায় ১১০ জন নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
ভূখণ্ডের উত্তর অংশে আগের দিন থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
‘জাবালিয়ায় বাড়িগুলোতে দখলদার ইসরাইলি হামলায় ৫০ জন শহিদ হয়েছেন’ উল্লেখ করে মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে- রোববার থেকে অঞ্চলটিতে মৃতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। তবে এএফপি নিরপেক্ষভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি।
শুক্রবার মন্ত্রণালয় বলেছে- ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজায় প্রতিশোধমূলক ইসরাইলি হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ১৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু।