Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে ফের ইসরাইলি হামলা, নিহত ৯০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ এএম

গাজায় শরণার্থী শিবিরে ফের ইসরাইলি হামলা, নিহত ৯০

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক মানুষ। এর আগেও শরণার্থী শিবিরটিতে হামলা চালিয়েছিল ইসরাইলি বাহিনী।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ার একটি মেডিকেল ভবনেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববারের হামলায় জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েক ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের অনেককে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিস্থিতিকে ‘সম্পূর্ণ ভীতিকর দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে এবং কামাল আদওয়ান হাসপাতালের ধ্বংসকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছে।

ক্ষুধার্ত ফিলিস্তিনিরা দক্ষিণ গাজার রাফাহ শহরে হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে পানি এবং খাবার পেতে সাহায্য ট্রাক লুট করছে।

গত অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার ৮৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরাইলি ও প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম