চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
![চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/17/image-752335-1702806060.jpg)
চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ
কুয়েতের আমির শেখ শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহর লাশ রোববার দেশটির সুলাইবিখাত কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতি আমির।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, শেখ নওয়াফের কফিন কুয়েতের পতাকায় মোড়ানো ছিল। বিলাল বিন রাবাহ মসজিদে জানাজার নামাজের পর তাকে তার আত্মীয়দের পাশে দাফন করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, প্রয়াত আমিরের জানাজায় আল সাবাহ পরিবারের সদস্যরা এবং কুয়েতের পার্লামেন্টের স্পিকার উপস্থিত ছিলেন। এ সময় তার উত্তরসূরি শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহকে কাঁদতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার বায়ান প্যালেসে আল-সাবাহ পরিবারের পক্ষ থেকে শেখ মিশাল এবং রাজপরিবারের অন্য সদসরা মানুষের সমবেদনা গ্রহণ করবেন।
এতে আরও বলা হয়, সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা শেখ নওয়াফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ছয় দশকের জনসেবার অংশ হিসেবে প্রয়াত আমির দেশটির প্রতিরক্ষা, অভ্যন্তরীণ, শ্রম এবং ন্যাশনাল গার্ডের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।