বেশ কয়েক বছর ধরেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুনর্বাসন ও মানবিক সহায়তা পরিকল্পনাগুলো নতুন বাসস্থানসহ একটি মর্যাদাপূর্ণ জীবনের পথ দেখিয়েছে। এবার কপাল খুলছে ইউরোপের ৬১ হাজার শরণার্থীর।
আগামী দুই বছরে এই শরণার্থীরদেরকে পুনর্বাসিত করার ঘোষণা দিয়েছে ইইউ। বৃহস্পতিবার ইউরোপীয় স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন এ তথ্য জানিয়েছেন।
জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৪ ও ২০২৫ সালে ১৪টি সদস্য রাষ্ট্রে অন্তত ৬১ হাজার মানুষকে মানবিক কার্যক্রমের অংশ হিসাবে পুনর্বাসন করা হবে।’
এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত কর্মসূচির মাধ্যমে ৩১ হাজার মানুষকে পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি। যদিও ইইউভুক্ত ২৭ দেশের মধ্যে কোনো ১৪টি রাষ্ট্র শরণার্থী গ্রহণ করবে তা জানান তিনি। রয়টার্স।