ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় রাশিয়ার চার্চপ্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
ইউক্রেন যুদ্ধে মদদ দেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে ২১ মাস ধরে চলমান মস্কোর যুদ্ধের অন্যতম সমর্থক তিনি। খবর রয়টার্সের।
অবশ্য ইউক্রেনের এ পদক্ষেপের বাস্তব কোনো অর্থ নেই। প্যাট্রিয়ার্ক কিরিল বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ফলে তার গ্রেফতার হওয়ার কোনো কারণ নেই। তাই কিয়েভের এ পদক্ষেপ সম্পূর্ণ প্রতীকী।
রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেনের সমাজে অর্থোডক্স চার্চ যাজকদের বেশ প্রভাব রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন যাজকদের প্রভাব খর্ব করার পদক্ষেপ নিয়ে আসছে কিয়েভ। এরই অংশ হিসেবে শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে জেলেনস্কি সরকার।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ার্ক কিরিল বিচারপূর্ব তদন্ত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ।
রাশিয়ান চার্চের এক সিনিয়র কর্মকর্তা রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছেন, কিরিলের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করার পদক্ষেপ হাস্যকর।