যেসব দেশ গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপ গাজা
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাশ হওয়া প্রস্তাবটির বিপক্ষে ছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ। এছাড়া ২৩টি দেশ ভোটদানে বিরত ছিল।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিশর এই প্রস্তাব তুলেছিল। বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৪টার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয়। বাংলাদেশ, ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হলো— ইসরাইল, যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, গুয়াতেমালা, লাইবেরিয়া, মাইক্রোনেশিয়া, নাউরু, পাপুয়া নিউগিনি ও প্যারাগুয়ে।
এদিন ২৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এগুলো হলো— আর্জেন্টিনা, বুলগেরিয়া, কেপ ভার্দে, ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লিথুয়ানিয়া, মালাবি, মার্শাল দ্বীপপুঞ্জ, নেদারল্যান্ডস, পালাউ, পানামা, রোমানিয়া, স্লোভাকিয়া, দক্ষিণ সুদান, টোগো, টোঙ্গা, ইউক্রেন, যুক্তরাজ্য, উরুগুয়ে।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে সাধারণ পরিষদে প্রস্তাবটি যে পাশ হবে, তা আগেই ধারণা করা হচ্ছিল। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। তবে এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ এর মাধ্যমে বৈশ্বিক মনোভাব বোঝা যায়।
এর আগে গত শুক্রবার গাজায় দ্রুততম সময়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এ কারণে গাজায় রক্তপাত থামানোর প্রয়াস ব্যর্থ হয়।