দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বরখাস্ত করবেন জাপানের প্রধানমন্ত্রী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম
সরকারের ভাবমূর্তি রক্ষা ও জনগণের আস্থা ফেরাতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীকে বরখাস্ত করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
সোমবার টোকিওর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কিশিদা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, চলতি সপ্তাহেই ৪ পূর্ণ মন্ত্রীসহ ১১ জন উপমন্ত্রী এবং সংসদীয় ভাইস মন্ত্রীকে বরখাস্ত করবেন কিশিদা।
তাদের মধ্যে রয়েছে কিশিদার ডানহাতখ্যাত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এবং অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরাও রয়েছেন। অভিযুক্তদের মধ্যে আরেকজন হলেন সাবেক অলিম্পিক মন্ত্রী সেকো হাশিমোতো।
কিছু আইনপ্রণেতা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) তহবিলে হাজার হাজার ডলার সংগ্রহের তথ্য দিতে পারেননি। ২০১২ সাল থেকে জাপানের ক্ষমতায় থাকা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।