তোশাখানা মামলায় ইমরান খানের সাজা বহাল রাখল হাইকোর্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খানের সাজা বহাল রেখেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন ইমরান খান।
প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
তোশাখানা মামলা কী?
তোশাখানা মানে সরকারি কোষাগার। পাকিস্তানে বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া যে কোনো উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে যে, ইমরান খান তার প্রাপ্ত উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করেছেন।
এ ঘটনায় যে মামলা হয়েছে, তাকে তোষাখানা মামলা বলা হচ্ছে। তোষাখানা প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। শুধু প্রধানমন্ত্রী নয়, সাংবিধানিক পদে বসা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।