Logo
Logo
×

আন্তর্জাতিক

আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাত, জার্মান পর্যটক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাত, জার্মান পর্যটক নিহত

সেন্ট্রাল প্যারিসে আইফেল টাওয়ারের কাছে একটি রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক জার্মান পর্যটক নিহত এবং আরও অন্তত দুইজন আহত হয়েছেন। 

এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, এক পর্যটক দম্পতির কাছে গিয়ে সন্দেহভাজন ব্যক্তি একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। তখন ওই হামলাকারীকে পুলিশ তাড়া করে। গ্রেফতারের আগেই সে আরও দুইজনকে আঘাত করে। এতে তারাও আহত হন। 

সেন্ট্রাল প্যারিসের ওই হামলার ঘটনার পর নিরাপত্তাবাহিনী ২৬ বছরের এক ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে এক হামলার পরিকল্পনা করার জন্য ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 

দারমানিন জানান, হামলাকারী অনেকদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় এক্স-এ (টুইটার) এক পোস্টে সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম