ফিলিস্তিনে মানবিক সংকটের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান এরদোগানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৮) ফিলিস্তিনে মানবিক সংকটের প্রতি বিশ্বব্যাপী মনোযোগের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এরদোগান বলেন, ইসরাইলি হামলায় ১৬ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নাগরিকের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বেশিরভাগ শিশু ও নারী। এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ, এটি একটি যুদ্ধাপরাধ। অপরাধীদের অবশ্যই ধরতে হবে। আন্তর্জাতিক আইনের অধীনে তার বিচার করতে হবে।
তিনি বলেন, জলবায়ু সংকট নিয়ে আলোচনা করার সময়, আমরা আমাদের পাশের রাষ্ট্র ফিলিস্তিনের মানবিক সঙ্কট উপেক্ষা করতে পারি না। গাজার বর্তমান পরিস্থিতি একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব এবং করোনভাইরাস মহামারির পর এবার বিশ্ব গাজা গণহত্যার যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়ার মুখোমুখি। এই প্রতিটি সংকটের সময়, তুর্কিতে ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতার নীতির ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেছেন। একইভাবে আমরা এই সুবিধাজনক পয়েন্ট থেকে জলবায়ু পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। শুক্রবার ভোর থেকেই দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অনবরত বোমাবর্ষণ শুরু করে ইসরাইলি বাহিনী। ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ।