Logo
Logo
×

আন্তর্জাতিক

‘৭ অক্টোবর ইসরাইলের গোয়েন্দা সার্ভার গাজায় নিয়ে যান যোদ্ধারা’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

‘৭ অক্টোবর ইসরাইলের গোয়েন্দা সার্ভার গাজায় নিয়ে যান যোদ্ধারা’

৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইল সরকারের কয়েকটি গোয়েন্দা সার্ভার গাজা উপত্যকায় নিয়ে আসে।  তেহরানে নিযুক্ত ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু-শারিফ এমন দাবি করেছেন।   

বুধবার তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ওই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইল সরকারের কয়েকটি গোয়েন্দা সারভার গাজা উপত্যকায় নিয়ে আসে। 

নাসের আবু-শারিফ আরও বলেন, ওই সার্ভারে ইসরাইলের পক্ষে কাজ করা বহু গুপ্তচরের নাম রয়েছে যাদের মধ্যে কেউ কেউ ইরানের নাগরিক। এসব গুপ্তচর ইরানের অভ্যন্তরেই বসবাস করছে। তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

তেহরানে নিযুক্ত জিহাদ আন্দেলনের প্রতিনিধি বলেন, আল-আকসা তুফান অভিযানে প্রমাণিত হয়েছে, কারো সাহায্য ছাড়া ইহুদিবাদী সরকার একা টিকে থাকতে পারবে না।  

ইসরাইলের প্রতি মার্কিন সরকারের অন্ধ সমর্থনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এমনকি আমরা গাজার বিরুদ্ধে ইসরাইলি পাশবিক হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধের কমান্ড সেন্টারেও প্রবেশ করতে দেখেছি।

তিনি বলেন, ৭ অক্টোবরের আগে ইসরাইলি নাগরিকরা মনে করত তাদের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তাদেরকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আল-আকসা তুফান অভিযান তাদের সে কল্পনার ফানুসকে মাটিতে নামিয়ে এনেছে। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম