শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
বিশ্বব্যাপী পুলিশ সহযোগিতা ও অপরাধ নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। জন্মের পর থেকেই ১০০ বছর ধর বিশ্বের কুখ্যাত অপরাধীদের পেছনে ছুটছে। আগের নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন (আইসিপিসি)।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক নিরপেক্ষতা, সহযোগিতা এবং মানবাধিকারের প্রতি সম্মানকে অগ্রাধিকার দিয়ে নতুন আইন গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারপোল।
বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিয়নে। চলতি বছরে ১০০ বছর পূর্ণ করেছে বিশ্বের বৃহত্তম এই আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এএফপি।
ইন্টারপোলের ডাটাবেসে ১২৫ মিলিয়ন পুলিশ ফাইল রয়েছে। আর প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) অনুসন্ধান গ্রহণ করে সংস্থাটি। বর্তমানে সংস্থাটিতে বিশ্বের সাতটি আঞ্চলিক ব্যুরো ও ১৯৬টি সদস্য রাষ্ট্রের একটি জাতীয় কেন্দ্রীয় ব্যুরো রয়েছে।
শতবর্ষের পর মঙ্গলবার ভিয়েনায় ৯১তম বার্ষিক সাধারণ সমাবেশের আয়োজন করে ইন্টারপোল। সমাবেশ উদ্বোধন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। উদ্বোধনী বক্তৃতায় তিনি বিশ্বব্যাপী সংঘটিত অপরাধ বৃদ্ধির মুখে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছেন।
এ সময় নেহামার ‘সাইবার অপরাধকে’ বর্তমানে ইন্টারপোলের একটি প্রধান চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছেন। সাইবার অপরাধ তদন্তের জটিলতার জন্য পুলিশের ব্যাপক সহযোগিতার প্রয়োজন বলেও জানান তিনি।
সাধারণ সমাবেশে বক্তৃতা করেছেন ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল-রাইসি। বক্তৃতায় তিনি ইন্টারপোলের সদস্য রাষ্ট্র এবং অ্যামেরিপোল, আফ্রিপোল, ইউরোপোল, ফ্রন্টেক্স ও জাতিসংঘের মতো সহযোগী সংস্থাগুলোর মধ্যে ইতিবাচক সহযোগিতার ওপর জোর দেন।
আল-রাইসি বলেন, ‘অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দেশ বা অঞ্চলকে পিছিয়ে রাখা উচিত নয়। আর আমরা সব সদস্য দেশের অগ্রগতি ও কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি এসব ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ও পুলিশ বাহিনীর ডিজিটাইজেশন বিশ্বব্যাপী সংঘটিত অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ নিজেই একটি মহামারিতে পরিণত হয়েছে। আর এর প্রভাব পড়ছে বিশ্বের ওপর।