গণমাধ্যমের উপস্থিতিতে কারাগারেই হবে ইমরান খানের বিচার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
হাইকোর্ট আদেশ দিলেও কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ্য আদালতে বিচারে রাজি হয়নি সরকার।
তার ‘জীবনের হুমকির’ কথা উল্লেখ করে সোমবার সরকারের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। এরপর বিশেষ শুনানিতে গণমাধ্যম ও জনসাধারণের উপস্থিতিতে কারা প্রাঙ্গণে ইমরানের বিচারের নির্দেশ দেন হাইকোর্ট।
ইমরান খানের আইনজীবীর বরাতে জিয়ো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইমরানের আইনজীবী বলেছেন, মামলার শুনানিকারী বিশেষ আদালত পরে জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলার বিচার জেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং তা মিডিয়া এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
গত শুক্রবার থেকে নতুন করে কারাগারে বিচার শুরু হবে বলে জানিয়েছে আদালত। গত মাসে খানকে অভিযুক্ত করার পর থেকে কারাগারে তার বিচার চলছে।
ইসলামাবাদ হাইকোর্ট গত সপ্তাহে রায় দিয়েছিল যে নিরাপত্তার উদ্বেগের কারণে খানের বিচার কারাগারের ভেতরে রাখা বেআইনি ছিল এবং এটি একটি খোলা আদালতে পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে। তবে খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন।