আসন্ন জলবায়ু সম্মেলনে থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে দুবাইয়ে বৃহস্পতিবার জলবায়ু সম্মেলন (কপ-২৮) শুরু হবে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
আনুমানিক ৭০ হাজার প্রতিনিধিসহ ১৯৮টি দেশের সিনিয়র মন্ত্রী এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে থাকছেন না। এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাত ২০৫০ সালের মধ্যে অভ্যন্তরীণ কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে রপ্তানিকৃত সৌর ও বায়ুশক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে। কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনার জন্য কপ-২৮ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আয়োজকের দায়িত্বে থাকবেন কপ-২৮ এর সভাপতি ড. সুলতান আল-জাবের। বিবিসি।