Logo
Logo
×

আন্তর্জাতিক

মরিয়ম আওরঙ্গজেবকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

মরিয়ম আওরঙ্গজেবকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ

টেলিভিশন টকশোতে বক্তব্যের সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মরিয়ম আওরঙ্গজেবকে গ্রেফতার করে ৯ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। 

সোমবার এটিসির বিচারক আবের গুল খান সংশ্লিষ্ট স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) গ্রেফতারের এ নির্দেশ দিয়েছেন। 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ধর্মীয় কার্ড ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চেষ্টার অভিযোগে আওরঙ্গজেব, মিয়া জাভেদ লতিফ, পাকিস্তান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খানসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মামলা দায়ের করা হয়েছে।

বিচারক সাবেক এ তথ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং মামলার আসামিদের আগামী ৯ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম