Logo
Logo
×

আন্তর্জাতিক

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড। এ২৩এ নামে পরিচিত বরফখণ্ডটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ওয়াডেল সাগরের তলদেশে আটকে ছিল। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিক উপকূলরেখা থেকে বরফখণ্ডটি বিভক্ত হয়েছিল। এর এটি দ্রুত ওয়াডেল সাগরে তলিয়ে যায়। পরিণত হয়েছিল একটি বরফ দ্বীপে। 

২০২০ সালে সর্বপ্রথম নড়েচড়ে উঠেছিল বরফখণ্ডটি। তবে সাম্প্রতিক সময়ে এটি চলতে শুরু করেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ভাসতে ভাসতে বর্তমানে এটি অ্যান্টার্কটিক সীমানার বাইরে চলে যাচ্ছে। বরফখণ্ডটি প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার (১,৫০০ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত ছিল, যা আকারে লন্ডনের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। এ বরফখণ্ডটি প্রায় ৪০০ মিটার পুরো। 

এ বিষয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের রিমোট সেন্সিং এক্সপার্ট অ্যান্ড্র– ফ্লেমিং বলেন, ‘আমি কয়েকজন সহকর্মীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলাম। বরফখণ্ড চলতে শুরু করার কারণ হিসেবে তারা পানির তাপমাত্রার সম্ভাব্য পরিবর্তনের কথা উল্লেখ করেছেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম