বৃষ্টিতে ডোমিনিকান প্রজাতন্ত্রে ২১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
বৃষ্টিতে ডোমিনিকান প্রজাতন্ত্রে ২১ জনের মৃত্যু
ডোমিনিকান প্রজাতন্ত্রে ভারি বৃষ্টিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়ে বলেছে, রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে পড়ার ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রিজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে প্রবল ঝড়ের পর ভারি বৃষ্টির ঘটনাকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের।
ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, আড়াই হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২৬০০টি ঘরবাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশ স্থানেই লাল বা হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট আবিনাদের জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।