Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজার সর্ববৃহৎ হাসপাতালকে ডেথ ‘জোন’ আখ্যা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম

গাজার সর্ববৃহৎ হাসপাতালকে ডেথ ‘জোন’ আখ্যা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে গাজার আল-শিফা হাসপাতালকে চিকিৎসার পাশাপাশি অনেক ফিলিস্তিনি নিরাপদ স্থান ভেবে আশ্রয় নিয়েছিলেন। সেই হাসপাতালকেও ডেথ জোন হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা অবস্থান করছেন, তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরার।

আরও পড়ুন: ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুশিয়ারি এরদোগানের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৯১ রোগী ও ২৫ স্বাস্থ্যকর্মী এখনো হাসপাতালের ভেতরে রয়েছেন। সংস্থাটি বলছে, হাসপাতালের ভেতরে তারা এক ঘণ্টা অবস্থান নিতে সক্ষম হয়। আর এই এক ঘণ্টার পরিদর্শনে হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দেন তারা।

এর আগে শনিবার হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে এক ঘণ্টার মধ্যে রোগীদের হাসপাতাল ছাড়ার আলটিমেটাম দেয় ইসরাইলি বাহিনী। 

ইসরাইলি আগ্রাসন থেকে বাঁচতে হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছিল আড়াই হাজারের মতো বাসিন্দা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার অভাবে আল-শিফা হাসপাতাল হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে।

গত দেড় মাসের হামলায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলার হাত থেকে বাদ যাচ্ছে না।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম