খান ইউনিসে ইসরাইলের বোমা হামলায় নিহত ২৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম
ছবি; সংগৃহীত
সতর্কতা জারির পরই দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরাইলি বাহিনী বোমা হামলা শুরু করেছে। এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই শিশু রয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) হামলা শুরু করেন ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।
প্রতিবেদনে ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে শনিবার সকালে বোমা হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই শিশু।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশের লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে ইসরাইল।
এর আগে গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলা চালিয়েছিলেন ইসরাইলি সেনারা। শুক্রবার সকালে প্যালেস্টাইন টিভির খবরে বলা হয়, সেসব এলাকা থেকে ইন্দোনেশিয়ান হাসপাতালে ১২০টি মরদেহ জড়ো করা হয়।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালালে দেশটির এক হাজার ২০০ মানুষ নিহত হন। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরাইল। এতে গাজায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যাদের আট হাজার নারী ও শিশু।