Logo
Logo
×

আন্তর্জাতিক

সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উদ্বোধন ইন্দোনেশিয়ায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উদ্বোধন ইন্দোনেশিয়ায়

পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে এক ধাপ এগিয়ে গেল ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করল দেশটি। সিরাটায় অবস্থিত কেন্দ্রটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পশ্চিম জাভাতে ২০০ হেক্টর (৫০০ একর) জলাধারের ওপর নির্মিত। 

এটি প্রায় ৫০ হাজার পরিবারের বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার জাতীয় বিদ্যুৎ কোম্পানি পেরুসাহান লিস্টিক নেগারা এবং আবুধাবিভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ কোম্পানির যৌথ উদ্যোগে প্রকল্পটি সম্পন্ন হয়েছে। বৃহৎ প্রজেক্টটি সম্পন্ন হতে সময় লেগেছে তিন বছর। খরচ হয়েছে প্রায় ১০ কোটি ডলার। সৌরবিদ্যুৎকেন্দ্রটি ৩ লাখ ৪০ হাজার প্যানেল দ্বারা গঠিত। 

উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ‘ইন্দোনেশিয়ার জন্য আজ একটি ঐতিহাসিক দিন। বড় পরিসরে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে আমাদের বড় স্বপ্ন অবশেষে অর্জিত হলো।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম