Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজাব না পরায় ২০ ইরানি অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা

Icon

ডয়চে ভেলে

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

হিজাব না পরায় ২০ ইরানি অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় গতমাসের শেষদিকে ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে, হিজাব পরে বাইরে বের না হওয়ায় তারা কাজ করতে পারবেন না৷

সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহদি এসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না৷

এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি রয়েছেন৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য সেলসম্যান' মুভিতে আলিদুস্তি অভিনয় করেছিলেন৷ এই চলচ্চিত্রের পরিচালক আসগার ফারহাদি সেরা বিদেশি ভাষার মুভি ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন৷

আলিদুস্তি আগে হেডস্কার্ফ পরতেন৷ বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না৷ কিন্তু গতবছর নীতি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ২২ বছর বয়সি জিনা মাশা আমিনির মৃত্যু হলে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল৷ 

সেই সময় বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আলিদুস্তি ইনস্টাগ্রামে তার একটি ছবি প্রকাশ করেছিলেন, যেটিতে তার মাথায় হিজাব ছিল না৷ আর তার হাতে ধরা কাগজে লেখা ছিল ‘নারী, জীবন, স্বাধীনতা'৷

ছবিটি প্রকাশের পর আলিদুস্তিকে আটক করা হয়েছিল৷ দুই সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন৷

কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আলিদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি তোমাদের হেডস্কার্ফ পরার বাধ্যবাধকতা মানব না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্তে ঝরছে৷


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম