Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াগনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াগনার

ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রুশ ভাড়াটে সেনা দল ওয়াগনার।

বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। 

এতে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনকারী দল হিজবুল্লাহকে এসএ-২২ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে ওয়াগনার। ইসরাইলের বিমান হামলা ঠেকাতে এ অস্ত্র আনতে চাইছে হিজবুল্লাহ। ওয়াগনার ও হিজবুল্লাহর এ আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা।   

এসএ-২২ ক্ষেপণাস্ত্রটি প্যান্টসার-এস১ নামেও পরিচিত। এটি রাশিয়ায় তৈরি একটি এয়ার-টু-সার্ফেস মিসাইল। এ ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধেও ব্যবহার করেছে রাশিয়া।  

ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরই লেবানন বর্ডারে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, এসএ-২২ ক্ষেপণাস্ত্রটি এখনো পায়নি হিজবুল্লাহ। এই অস্ত্রটি পেতে সিরিয়ায় ওয়াগনার ও হিজবুল্লাহর প্রতিনিধি দল আলোচনা চালাচ্ছে। 

এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম