Logo
Logo
×

আন্তর্জাতিক

প্যারিসে মুসলিম নারীকে পুলিশের গুলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

প্যারিসে মুসলিম নারীকে পুলিশের গুলি

ফরাসি পুলিশ। ছবি: ডয়চে ভেলে

ফরাসি পুলিশ জানিয়েছে, প্যারিসের স্টেশনে দাঁড়িয়ে মুসলিম নারী নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। তখন পুলিশ তাকে গুলি করে। ওই নারীর বয়স ৩৮ বছর। তিনি ছিলেন বোরখা পরিহিতা। 

পুলিশের দাবি, ওই নারী মাঝেমধ্যে 'আল্লাহু আকবর' বলছিলেন। তিনি হুমকি দিয়ে বলছিলেন, নিজেকে উড়িয়ে দেবেন। তাতে অন্যরাও প্রাণ হারাবে।

প্যারিসের পুলিশপ্রধান নুনেজ জানিয়েছেন, ওই নারী পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করেন। তারপর পুলিশ তাকে গুলি করে। তার তলপেটে গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলি লাগার পর দেখা যায়, তার সঙ্গে কোনো বিস্ফোরক ছিল না।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ প্রথমে জানিয়েছিল যে, একজন অফিসার একটি গুলি চালিয়েছে। পরে সরকারিভাবে বলা হয়, দুইজন অফিসার আটটি গুলি চালিয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফ্লান্সে উত্তেজনা বাড়ছে।

খবরে বলা হয়েছে, এ বিষয়ে দুটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি ওই নারীর আচরণ নিয়ে এবং অন্যটি পুলিশের গুলির ঘটনা নিয়ে।

সরকারি মুখপাত্র জানিয়েছেন, এর আগেও টহলদারি সেনাকে হুমকি দিয়েছিলেন ওই নারী।

Jamuna Electronics
wholesaleclub

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম