Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে নারীর শরীর থেকে ১৫ কেজি টিউমার অপসারণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম

পাকিস্তানে নারীর শরীর থেকে ১৫ কেজি টিউমার অপসারণ

ফাইল ছবি

পাকিস্তানের একজন কনসালটেন্ট সার্জন অস্ত্রোপচারের মাধ্যমে একজন নারীর শরীর থেকে ১৫ কেজি ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করেছেন। গতকাল শুক্রবার দেশটির খানেওয়াল জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ খবর দিয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানায়, ডা. রশিদ মিনহাস নামের চিকিৎসক ২৭ বছর বয়সি হাসিনা বিবির অস্ত্রোপচার করেন এবং সফলভাবে টিউমারটি অপসারণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত। সেই সঙ্গে তারা এই কৃতিত্বের জন্য চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, টিউমার হলো টিস্যুর একটি শক্ত ভর যা অস্বাভাবিক কোষগুলোকে একত্রে গঠন করে। টিউমার হাড়, ত্বক, টিস্যু, অঙ্গ এবং গ্রন্থিগুলিকে প্রভাবিত করতে পারে। অনেক টিউমার ক্যান্সারে রূপ নেয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম