Logo
Logo
×

আন্তর্জাতিক

পুনরায় কানাডার ভিসা চালু করছে ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১১:৫২ এএম

পুনরায় কানাডার ভিসা চালু করছে ভারত

হরদীপ সিং নিজ্জার হত্যার পর কানাডা ও ভারতের মধ্যে সম্পর্ক সবচেয়ে নিম্ন পর্যায়ে চলে গেছে

কানাডার নাগরিকদের জন্য পুনরায় ভিসা পরিষেবা চালু করতে যাচ্ছে ভারত। অটোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বুধবার এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। 

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, কানাডায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জা হত্যাকাণ্ড নিয়ে সেপ্টেম্বরে দুই দেশ কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ার পর ভিসা স্থগিত করেছিল নয়া দিল্লি। 

এর পর বুধবার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর আবার তারা ভিসা ইস্যু করা শুরু করবেন। কানাডার সাম্প্রতিক একটি পদক্ষেপের পর এই পর্যালোচনা করা হয়েছে। তবে ওই পদক্ষেপের কথা তারা উল্লেখ করেননি।

এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির অগ্রগতির ভিত্তিতে পরবর্তী উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা ফের চালু হওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে থাকবে ব্যবসা, চিকিৎসা, এন্ট্রি ও সম্মেলন ভিসা।

টরোন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এন্ট্রি ভিসা ভারতীয়-কানাডীয় নাগরিক, তাদের সঙ্গী ও শিশুদের দেওয়া হয়। তবে কানাডার পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয়।

গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতকে নিজ্জার হত্যাকাণ্ডে কাঠগড়ায় দাঁড় করানোর পর ভারতীয় দূতাবাসের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও এক কানাডীয় কূটনীতিককে বহিষ্কার করে। পরে কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা স্থগিত করা হয়।

অপরদিকে ভারত সরকার কানাডার অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে। অক্টোবরের শুরুতে ভারতে কর্মরত কানাডীয় ৬২ জন কূটনীতিকের মধ্যে ৪১ জনকে কানাডায় ফিরিয়ে নেওয়ার দাবি জানায় দিল্লি। সম্প্রতি কানাডা ভারতের দাবি মেনে কূটনীতিকদের প্রত্যাহার করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম