Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় বর্বর হামলার কারণে ইসরাইল সফর বাতিল করলেন এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম

গাজায় বর্বর হামলার কারণে ইসরাইল সফর বাতিল করলেন এরদোগান

গাজায় চলমান বর্বর হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। আজ বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোগান এ সিদ্ধান্তের কথা জানান। 

তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বৈঠকে এরদোগান বলেন, গত ৭ অক্টোবরের সংঘর্ষ শুরুর আগে তিনি ইসরাইল সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন। 

ইসরাইলের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ নেই জানিয়ে এরদোগান বলেন, তবে আঙ্কারা তেল আবিবের নৃশংসতাকে কখনই সমর্থন দেবে না। 

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করছে। ওই দিন সকালে হামাস সেনারা ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫ হাজার রকেট ইসরাইলের দিকে নিক্ষেপ করে। একই সঙ্গে হামাস সেনারা স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরাইলে প্রবেশ করে। এর প্রতিশোধ নিতে বেপরোয়া ও বর্বর হয়ে উঠেছে দখলদার ইসরাইলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্য উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। 

গাজার ২৩ লাখ মানুষের খাদ্য, জল, ওষুধ এবং জ্বালানি শেষ হয়ে গেছে। গাজায় প্রয়োজনের চেয়ে নামমাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরাইল।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম