Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম

হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস

গাজায় ইসরাইলের হামলা, ইনসেটে পোপ ফ্রান্সিস

ইসরাইল ও হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনাসভার পর বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেছেন তিনি।

পোপ বলেছেন, যুদ্ধে কখনো কারও জয় হতে পারে না। মানব সভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ যুদ্ধ মানুষের মধ্যে সদ্ভাব নষ্ট করে।

এ ছাড়া গাজা স্ট্রিপে যাতে আরও মানবিক সাহায্য পাঠানো হয়, তারও আর্জি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। 

উল্লেখ্য, গত দুই দিন ধরে গাজা স্ট্রিপে রাফাহ সীমান্ত দিয়ে মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। কিন্তু যে পরিমাণ জিনিস যাচ্ছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যে পণবন্দিদের এখনো আটকে রেখেছে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন পোপ। গত ৭ অক্টোবর হামাস ইসরাইল থেকে প্রায় ২০০ জনকে পণবন্দি করেছিল। এক মার্কিন মা ও মেয়ে ছাড়া এখনো পর্যন্ত কাউকে ছাড়া হয়নি। 

হামাস মাঝে জানিয়েছিল, ইসরাইলের আক্রমণে বেশ কিছু পণবন্দির মৃত্যু হয়েছে। হামাসের ওই আক্রমণের পরই ইসরাইল গাজায় পালটা আক্রমণ শুরু করে। যার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা স্ট্রিপ।

পোপের অফিস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরাইল-হামাস সংঘাত নিয়ে প্রায় ২০ মিনিট ফোনে কথা হয়েছে তার। পোপের মতামত নিয়ে ইসরাইলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম