Logo
Logo
×

আন্তর্জাতিক

গৃহবন্দি অবস্থায় যে বার্তা দিলেন সেই ফিলিস্তিনি গায়িকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম

গৃহবন্দি অবস্থায় যে বার্তা দিলেন সেই ফিলিস্তিনি গায়িকা

ইসরাইলের নাজারেথ এলাকায় বসবাস করেন ফিলিস্তিনের গায়িকা দালাল আবু আমনেহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের জের ধরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। দুদিন কারাগারে থাকার পর ১৮ অক্টোবর জামিন পান আমনেহ। জামিনের পর থেকে নিজ বাসভবনে গৃহবন্দি অবস্থায় আছেন তিনি। এবার গৃহবন্দি অবস্থা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিয়েছেন আমনেহ। 

ইনস্টাগ্রাম বার্তায় নিজের অপরিবর্তিত অবস্থান ও তার শক্ত মনোবল প্রকাশ পেয়েছে। রোববার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে— ইনস্টাগ্রামে দুই ছেলেমেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ফিলিস্তিনের গায়িকা। আর লিখেছেন— ‘মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত।’ 

তিনি আরও লিখেছেন— ‘তিন দিনের অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমার আরও গভীর হয়েছে। আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরও দশ গুণ। তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকমভাবে অপমান করেছিল।’ 

আমনেহ দাবি করেন, ইসরাইলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাফ পরানো তাকে আরও গর্বিত ও মর্যাদাবান করেছে। 

ফিলিস্তিনি বংশোদ্ভূত গায়িকা আমনেহর ইসরাইলি নাগরিকত্ব রয়েছে। জনপ্রিয় এই গায়িকার ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী আছে। 

সম্প্রতি হামাস-ইসরাইল সংঘাত শুরু হলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন— ‘সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিজয়ী নেই।’ 

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে মধ্যরাতে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩০

এ অবস্থায় আমনেহর ওই পোস্টটিকে সহজভাবে নেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। তারা গায়িকার বিরুদ্ধে ‘ঘৃণাত্মক বাক্য ব্যবহার ও উসকানি’র অভিযোগ এনেছিল এবং তাকে গ্রেফতার করেছিল। কারাগার থেকে মুক্ত হলেও বাড়ির ভেতরেই আটকা থাকতে হচ্ছে আমনেহকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম